সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের দেয়াল ও ড্রেনে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি অবগত করতে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালককে পত্র প্রদান করেছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন সাফ অফিসার মোঃ ইউসুফ আলী মোল্যা রাজবাড়ীবিডিকে জানান, গত ৩০ নভেম্বর বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের দক্ষিন পার্শ্বে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মান কাজ চলাকালীন সময়ে ষ্টেশনের দক্ষিন পার্শ্বস্থ দেওয়াল ঘেষে মাটি খুড়াতে ফায়ার ষ্টেশনের সীমানা প্রাচীরের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। ফলে দেওয়াল ছাড়াও মাষ্টার ড্রেন ও ডাইনিং কাম রান্নাঘরও হুমকির মুখে পতিত হয়েছে। যে কোন সময়ে ভেঙ্গে পড়তে পারে।
এ ব্যাপারে কর্মরত সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনকে মৌখিকভাবে আপত্তি প্রদান করাসহ কাজ বন্ধ রাখা হয়। রবিবার ওই ঠিকাদারের লোকজন মাটি ভরাট করে দিয়েছে।