খালেদা জিয়ার নামে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে কামরুল ইসলাম (৩০) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
কামরুল গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের পাড়ার মুজাফ্ফর আলী শেখের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী রেলস্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেকের চেম্বার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে গোয়ালন্দ উপজেলা থেকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা এ কর্মসূচিতে যোগ দিতে আসেন। এসময় তারা স্লোগান দিলে পুলিশ যুবদল নেতা কামরুলকে আটক করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল জানান, বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিএনপির মিছিল থেকে কামরুলকে আটক করা হয়েছে।