বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন) আসনের বিএনপি’র মনোয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লার নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে মাওয়া বরিশাল মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে শাহরিয়ার ইসলাম শায়লা বলেন, দেশনেত্রী বেগম খালেদা নামে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করে জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। ভোট বিহীন অবৈধ সরকারের মুজিব কোর্ট কর্তৃক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারী পরোয়ানা বাতিল করতে হবে। আমরা ভাঙ্গা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিনুর আক্তার, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সি, পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক পলাশ মুন্সি, ঢাকা কলেজের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুবদল নেতা আল-আমিন, সজিব মাতুব্বর, ইমরান মুন্সি, রবিউল ইসলাম, ছাত্রনেতা মো. সানজিদ ফেরদৌস নিসু, রমিম মুন্সি, সজল তালুকদার, আশিক মোল্ল্যা, বাশার মুন্সিসহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।