রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামে ২দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন মঙ্গলবার ভোরে সম্পন্ন হয়েছে।
এ লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্যা।
অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সনজিৎ কুমার দাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কমল কৃষ্ণ সাহা, সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, বহরপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ কুমার পাল, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, নবাবপুর ইউনিয়ন পুজা পরিষদের সভাপতি দ্বিনেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।