সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য টুটুল মোল্যা ওরফে টিটুল ওরফে ফেন্সি টুটুলকে বুধবার বিকালে থানা পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেছে। টুটুল উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের মৃত আলতাফ মোল্যার ছেলে।
বালিয়াকান্দি থানার এসআই নুর মোহাম্মদ জানান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশনায় বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ জামালপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে ২৫ পিছ ইয়াবাসহ জামালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কুখ্যাত ফেনসিডিল স¤্রাট টুটুল মোল্যা (৩৭) কে গ্রেফতার করা হয়।
টুটুলের বিরুদ্ধে দীর্ঘদিন এলাকায় ফেনসিডিল, ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ইতিপুর্বে ইউপি সদস্য থাকাকালীন সময়ে টুটুল মেম্বারকে বালিয়াকান্দি থানা পুলিশ ফেনসিডিলসহ গ্রেফতার করে। কিছুদিন জেল খেটে বের হয়ে এসেই আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
মাদক ব্যবসায়ী টুটুল মোল্যা ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এব্যাপারে এসআই নুর মোহাম্মদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।