রাজবাড়ীর দাদশীতে ‘ডিটিএম-৫’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন ১২০ জন অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ড্রীম দ্যা মাইন্ড (ডিটিএম-৫) এর উদ্দ্যেগে দাদশী মাজার শরীফ প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে ড্রীম দ্যা মাইন্ড (ডিটিএম-৫) এর সহ-সভাপতি এসএম সবুজ শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজ ২০১০ ছাত্র সংসদের ভিপি মোঃ আরিফুজ্জামান আরিফ, দাদশী ইউপি বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাহবুবুল আলম লিটন, সেলিম উদ্দিন, ড্রীম দ্যা মাইন্ড এর সভাপতি অনন্ত সরকার, সাধারন সম্পাদক রইছ মোল¬া, সহ-সাধারন সম্পাদক মোঃ রাজিব, সাংগঠনিক সম্পাদক রুবেল শেখ, কোষাধ্যক্ষ রেজাউল করিম প্রমূখ।
ড্রীম দ্যা মাইন্ড (ডিটিএম-৫) স্বেচ্ছাসেবী সংগঠনটি শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, বিনোদন ও দূর্যোগ কালীন ব্যবস্থা এই ৫টি বিষয় নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৭ সালের জুন মাসে এর পথচলা শুরু করে। বর্তমানে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।