নছিম থেকে ইট নামানোর সময় পিতার হাত থেকে ইট ছুটে গিয়ে মাহিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের খদ্দদাতপুর গ্রামে।
রাজবাড়ী থানার এসআই আবুল কালাম জানান, বৃহস্পতিবার নছিমন চালক হাফিজ তার নিজ বাড়ীতে নিজ নছিমনে করে ইট নিয়ে আসে। ওই ইট নামানোর এক পর্যায়ে অসতর্কতা বসতঃ একটি ইট তার শিশু ছেলে মাহিনের মাথায় পরে। এতে তার শিশু সন্তান মাহিন গুরুতর আহত হয়।
তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে অবহিত করে। বিকালে তিনি ঘটনাস্থলে যান এবং শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।