মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট ও সনদপত্র প্রধান অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যপক মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যন মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম প্রমুখ।
এ সময় সফল ৫ জয়িতার মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সফল জননী হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন বান্দরবান জেলার রুমা উপজেলার ইউএনও মোঃ শরিফুল হক ও পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক এর মাতা মোছা: আছিয়া বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান পৌর কাউন্সিলর রাশিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবন শুরু করা নারী নাছিমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ডা: মোছা: আঞ্জুয়ারা খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী রোজিনা আক্তার।