“আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার সকালে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত হয় একটি মানববন্ধন। মানববন্ধন শেষে সেখান থেকে বের করা হয় একটি দুর্নীতি বিরোধী র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খান, সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান আছাদ প্রমুখ।