সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অফিস সহকারীর নিকট চাঁদাদাবীর অভিযোগ পাওয়া গেছে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করার প্রাণ হুমকি প্রদান করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ জানান, তার নিকট তার ব্যবহৃত ০১৭১২-৬২৬০৫০ নম্বর মোবাইল ফোনে ০১৬৪০৮৯৩৮৬৬ নম্বর থেকে শনিবার সকাল ১১.২৩ টায় কল আসে। নিজেকে গোয়ালন্দের হাত কাটা আজিজ পরিচয় দিয়ে তার নিকট চাঁদাদাবী করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় সাধারন ডায়রীর জন্য করেছেন।
অপরদিকে শুক্রবার সকাল ১১.৪টায় হাসপাতালের অফিস সহকারী নজিবুল্লাহ মন্ডলের ০১৭১৬-৮০৬৯০৯ মুঠোফোনে ০১৮১৮০২৭৯৯২ নম্বর থেকে ফোন করে সর্বহারা পার্টি পরিচয়ে চাঁদাদাবী করে। টাকা দিতে অস্বীকার করায় জীবন নাশের হুমকি প্রদান করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।