সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির ২০১৭ শিক্ষা বর্ষের পুরস্কারের বই হস্তান্তর ও সেরা সংগঠক সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে মঙ্গলবার সকালে পুরস্কারের বই ও সম্মাননা পুরস্কার আনুষ্ঠানিক ভাবে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন, একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির প্রোগ্রাম কো-অডিনেটর প্রদীপ কুমার পাল, প্রোগ্রাম অফিসার অরুন কুমার রায় প্রমুখ।
পরে সেরা সংগঠক হিসেবে নারুয়া মুনছুর উচ্চ বিদ্যালয়ের আইয়ুব হোসেন, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নাজমা আক্তার মিলি, বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের আমির হোসেন মুন্সী ও শহীদনগর মহিলা আলীম মাদরাসার সিরাজুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
এদের মধ্যে নারুয়া মুনছুর উচ্চ বিদ্যালয়ের আইয়ুব হোসেন পর পর তৃতীয়বার সেরা সংগঠক হিসেবে পুরস্কৃত হলেন।