রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড যুবমহিলা লীগের কমিটি গঠন মঙ্গলবার ভবানীপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে রেহানা আক্তার পাখিকে সভাপতি এবং সুচন্দাকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমা বেগম রতœা, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহানা ইসলাম শান্তনা, রাজবাড়ী পৌর কমিটির সভাপতি মুক্তি রানী কর, সাধারন সম্পাদক তানজিনা আক্তার প্রমুখ।
সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী’র কন্যা যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা চৈতি বলেন, ‘একমাত্র শেখ হাসিনার সময়েই দেশের উন্নয়ন হয় মানুষের দ্বাড়ে দ্বাড়ে গিয়ে বলতে হবে। তাদের বোঝাতে হবে দেশের উন্নয়নের জন্য পুনরায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আজকে পারা মহল্লায় কর্মী সংগ্রহ চলছে। রাজবাড়ীতে চলছে যুব মহিলা লীগের কমিটি গঠন। আপনারা জানেন বিএনপি দেশের কি বারটা বাজিয়ে রেখে গিয়েছিল। সেখান থেকে আজ দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রীজ কালভার্টসহ সব সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে।’