রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয় এবং নার্সিং সুপারভাইজার কৃষ্ণা চক্রবর্তীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আজিজুর রহমান খাঁন, এমটিইপিআই ও স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, স্যানিটারি ইনস্পেক্টর মো. সাইফুর রহমান, পরিসংখ্যানবিদ নার্গিস খানম, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা চক্রবর্তী সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং এনজিও প্রতিনিধি বৃন্দ।
সভায় গুরুত্বপূর্ণ আলোচনা শেষে নভেম্বর মাসে সেরা পারফরমার স্বাস্থ্য সহকারী মাসুদ রানা ও মোঃ রুবেল শেখ এবং সিএইচসিপি এনামুল হক-কে পুরস্কৃত করা হয়।
পরে নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মী নার্সিং সুপারভাইজার কৃষ্ণা চক্রবর্তীর চাকুরী জীবনের শেষ মাসিক সভা ছিল এটি। গোয়ালন্দ হাসপাতালের সকলের পক্ষ থেকে অনানুষ্ঠানিক বিদায় সম্বর্ধণা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুর রহমান খান।