সম্প্রতি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের অংশ গ্রহনে মালোশিয়ায় হয়ে গেল ২২তম এবাকাস (বুদ্ধিদীপ্ত গণনা) প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে রাজবাড়ী জেলার গোয়ালন্দের শেখ সানিম ৩য় স্থান অধিকার করেছে।
সে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম ও সাবিনা ইয়াসমিন লিপি দম্পতির কনিষ্ঠ পুত্র।
আন্তর্জাতিক ইসিএমএস এবং আই-এমএটিএইচএস আয়োজিত ২২তম এবাকাস ক্যালকুলেশন ২০১৭ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সানিম এই অসামান্য সাফল্য অর্জন করে। ছোট্ট শিশু সানিমের এ সাফল্যে রাজবাড়ী তথা গোয়ালন্দে এক ভিন্ন ধরনের আমেজ সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখায় ইতিমধ্যে ভরে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ওয়াল।
সানিমের এ অর্জনে রাজবাড়ীবিডি.কম এর পক্ষ থেকে অভিনন্দন।