রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার সন্ধ্যায় দ্রুতগতির বাস চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, রিক্সা চালক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরূপার চক গ্রামের দারোগ আলীর ছেলে আ. সালাম খাঁ (৫০) ও রিক্সার যাত্রী একই গ্রামের বাসিন্দা ও গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী জুড়ান শেখের ছেলে নাজিমদ্দিন শেখ (৪৮)। এ ঘটনায় রিক্সার অপর যাত্রী জলিল খাঁ (৫৫) গুরুতর আহত হন। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবাহনের (নং ঢাকা মেট্টে ব-১৪-৭২৪৫) একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা জমিদার ব্রীজ এলাকায় আসলে একই দিক থেকে যাওয়া একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীবিডিকে জানান, ঈগল পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়েছে।