সোহেল রানা ॥
প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সমস্ত লেখাপড়ার খরচ বহন করার দায়িত্ব নেওয়াসহ সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, বালিয়াকান্দি ইউনিয়নের জাবরকোল গ্রামের এক হতদরিদ্র পরিবারের সন্তান বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়–য়া ছাত্রী (১৩) বাল্য বিয়ের আয়োজন করে তার পরিবারের লোকজন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই বাড়ীতে গিয়ে তিনি হাজির হন। উপস্থিতি টের পেয়ে পরিবারের লোকজন পালিয়ে যায়। হতদরিদ্র পরিবার হওয়ায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ওই ছাত্রীর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার অভিভাবকদের সম্মতি থাকলে লেখাপড়ার দায়িত্ব গ্রহন করেন। তার এ উদ্যোগ প্রশংসীয় হওয়ার কারণে এলাকার লোকজন তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি আরো বলেন, আমি যোগদানের পর থেকেই বালিয়াকান্দি উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকার জনপ্রতিনিধি, সুশিল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ অভিশপ্ত বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা সম্ভব হবে বলে আশা রাখি।