মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে লাঠি খেলার আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম লালী ও ডাঃ রেহেনা বেগম ফাউন্ডেশন।
রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন মন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসকের সহধর্মীনি মর্জিনা ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, আবুল কালাম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম লালী ও ডাঃ রেহেনা বেগম ফাউন্ডেশন আয়োজনে লাঠিখেলায় জেলার ৪৫ জন লাঠিয়াল অংশ গ্রহন করেন। খেলা শেষে বিজয়ী এবং রানাসআপসহ সকল খেলোয়ারকে পুরুষ্কার প্রদান করা হয়।