মহান বিজয় দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসন সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। শনিবার সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ আবদুল্লাহ সদীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলী
গের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মিয়া,
সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতি প্রমুখ।
বিকেলে প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা শেষে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।