“জয় হোক জয় সবখানে-চাই খুশির পরিবেশ বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে লালন করে রাজবাড়ীতে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্ত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আ¤্রকাননে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) ডঃ একেএম আজাদুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাফিকুল ইসলাম সফি প্রমূখ।