গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সোমবার পারের অপেক্ষায় আটকে থাকা দাহ্য পদার্থ বোঝাই ট্রাকে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সাড়ে তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় টর্মিনালে আটকে থাকা অন্যান্য ট্রাক চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দগ্ধ হওয়া ট্রাকের (নং ঝিনাইদহ ট-১১-০৯৯৫) চালক কিশোর কুমার দাস রাজবাড়ীবিডিকে জানান, গত বৃহস্পতিবার তিনি ব্যাটারী তৈরীর কাঁচা মাল বোঝাই করে ফরিদপুরের কানাইপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। ওইদিন সন্ধ্যায় গোয়ালন্দ মোড় এলাকায় অন্যান্য ট্রাকের সাথে তার ট্রাকটি সিরিয়ালে আটকে রাখে হাইওয়ে পুলিশ। সেখানে তিনদিন আটকা থাকার পর রোববার সন্ধ্যায় সেখান থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮টার দিকে তার ট্রাকটি দৌলতদিয়া ট্রাক টর্মিনালে পৌছায়।
পরদিন সোমবার সকাল ১০টার দিকে তার সহকারী দেখতে পায় ট্রাকে বোঝাই করা মালের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে। এ সময় তিনি অন্যান্য ট্রাক চালকদের সহযোগিতায় দ্রুত টার্মিনাল থেকে তার ট্রাকটি বের করে বাইপাস সড়কের ফাঁকা জায়গায় নিয়ে যায়। ততক্ষনে আগুন ভয়াবহ আকার ধারন করে। খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সরেজমিন অন্যান্য ট্রাক চালকরা জানান, বিষয়টি টের পেয়ে ট্রাক চালক কিশোর যদি ট্রাকটি টার্মিনাল থেকে দ্রুত বের না করত তবে এ অগ্নিকান্ডে শতাধিক ট্রাক ক্ষতিগ্রস্থ হতো।
ফায়ার সার্ভিসের টিম প্রধান পারভেজ আক্তার চৌধুরী রাজবাড়ীবিডিকে জানান, ট্রাকের মধ্যে দাহ পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেশী সময় লেগেছে। প্রায় সাড়ে তিন ঘন্টা তাদের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এটি কোন নাশকতা নয়, দাহপদার্থ দীর্ঘ সময় ট্রাকে বোঝাই থাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।