রাজবাড়ীর পাংশায় বিজয় দিবস উপলক্ষে গুনীজন সম্মাননা ও বার্ষিক নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে নাট্যলোক পাংশার আয়োজনে পৌরসভা চত্বরে পাঁচ দিন ব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন হয়।
গুনীজন সম্মাননা ও বার্ষিক নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।নাট্যলোক পাংশার সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এ.কে.এম রফিক উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচিত্র পরিচালক কমল সরকার, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র আব্দুল আল মাসদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, চলচিত্র পরিচালক কমল সরকার, অভিনেতা মাসুদ রানা মিঠু প্রমূখ।
গুনীজন সম্মাননা শেষে, টেলিভিশনে অভিনিত তারিক স্বপন, মাসুদ রানা মিঠু, নুর এ আলম নয়ন, সঞ্জীব আহমেদ, আহমেদ সাজু, সায়মন চৌধুরীসহ স্থানীয় নাট্য শিল্পিরা দশ মিনিটির মঞ্চ নাটক মঞ্চস্থ্য করেন।