রাজবাড়ীতে বাংলাদেশ যুব গেমস ২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি, এমপি কন্যা কানজি ফাতেমা চৈতি, আওয়ামী লীগ নেতা হোদায়েত আলী সোহরাব, প্রদিপ্ত চক্রবর্তী কান্ত, অলেম্পিক খেলোয়ার নিবেদীতা দাস প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে পায়রা ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পড়ে অতিথিরা উপস্থিত খেলোয়ারদের সাথে কুলশ বিনিময় করেন।
যুব গেমসের প্রতিটি ইভেন্টে রাজবাড়ীর পাঁচটি উপজেলার খোলোয়াররা অংশ গ্রহন করবে। ইভেন্ট গুলো-কাবাডি, ফুটবল, ভলিবল, সাঁতার ও এ্যাথলেটিক্স।
প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী এমপি বলেন, ক্রীড়া মন্ত্রীকে তিনি ডিও লেটার দিয়েছেন রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামের উন্নয়নের জন্য। স্টেডিয়ামের গ্যালারীসহ যেসব কাজ অসম্পন্ন আছে তা সম্পন্ন করে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করা হবে। তাছারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালবাসেন এবং খেলাধুলাকে গুরুত্ব দেন। বর্তমানে বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশ এই খেলার মাধ্যমে চিনেছে। তাই তোমারাও ভাল খেলোয়ার হয়ে রাজবাড়ীর মান রাখাসহ বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জল করবে।