দারিদ্র বিমোচন ও টেকশই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘স্কিলস ফর এমপ্লেয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’র রাজবাড়ী জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজন ও পায়াকট বাংলাদেশ সহযোগিতায় এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) ড. একেএম আজাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছাদেকুর রহমান। এছাড়া সাইপের মাকেটিং অফিসার মোঃ খুরশিদুল আলম, কনসালটেন্ট এম শাখাওয়াত উপস্থিত ছিলেন।
কর্মশালায় সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরিষদের উদ্দ্যোক্তারা অংশ গ্রহন করেন।