গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে বুধবার সন্ধ্যায় বাবু ভাবুক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। সে বরিশাল জেলার গৌরনদী উপজেলার চানচি গ্রামের এ্যান্থনি ভাবুকের ছেলে। তার বর্তমান ঠিকানা- শফি জমিদারের বাড়ীর, পোড়াভিটা গলি, উত্তর দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে বুধবার সোয়া ৬টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পতিতা পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পতিতা পল্লীর ভিতর বসবাসরত জনৈক রশিদ শেখ এর বাড়ী হতে বাবু ভাবুক ১১৪ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয়দের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ বরিশাল জেলার গৌরনদী থানাসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।