প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি রাজবাড়ীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি এস এম এ মান্নানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক এস এম আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করনীয়, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে জেলার পাচ জন শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা জানানো হয়।