মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্ত্বরে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত নাট্যালোকের নাট্য উৎসবের ৪র্থ দিনে পাংশার কবি-সাহিত্যিকগণকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় নাট্যালোকের সভাপতি ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু পাংশার কবি-সাহিত্যিকগণকে নাট্যালোকের পক্ষ থেকে বিজয় সম্মাননা প্রদান করেন।
এসময় পাংশার কবি-সাহিত্যিক অধ্যাক আব্দুল ওয়াহাব, অধ্যাপক আবুল হোসেন মল্লিক, অধ্যক্ষ শরিফ মোঃ কায়কোবাদ, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, মানিক মজুমদার, শেখ মুহম্মদ সবুর উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ এবাদত আলী শেখ, মোল্লা মাজেদ, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, আরিফ খান, মোঃ আবুল হাসেম, মোঃ জালাল সরদার, রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, হিমাংশু কুন্ডু রকেট, খন্দকার নাজমা, উত্তম কুমার মিত্র, মোঃ ফিরোজ হায়দার, সন্ধ্যা রাণী কুন্ডু ও চৈতি বিশ্বাস বিজয় সম্মাননা গ্রহণ করেন।