রাজবাড়ীর পাংশায় নিখোঁজের চারদিন পর শুক্রবার সকালে পিয়াস নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া প্রপার মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্র ও খোরশেদ আলী প্রামানিকের ছেলে। শুক্রবার সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য পাড়ার রায় বাবুর পুকুর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ী থেকে বেড় হয়ে পিয়াস আর ফিরে আসেনি।
পাংশা মডেল থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার সকালে পিয়াসের বাড়ী থেকে প্রায় ৬ শত গজ দূরে রায়বাবুর পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।