মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশায় মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ জুম্মা মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক মুসলমানদের অন্যতম পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র জুম্মার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বারেক মোড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারীর সভাপতিত্বে ও চরছিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর আব্দুল বাতেন, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম, পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীবুল্লাহ, পাংশা আজিজপুর রশিদীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আইয়ুব আনছারী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা অবিলম্বে মার্কিন প্রেসিডেন্ট’র সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।