‘দেশের কথাÑদশের কথা, লিখব এবার সবাই স্লোগানকে সামনে রেখে সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ও ভিপিকেএ ফাউন্ডেশনের সহযোগিতায় রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার দিনব্যাপী লেখালেখি ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি মুনীরুল হক মুনীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম, ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ, রাজবাড়ী বেসরকারি টেকনিক্যাল ইন্সটিটিউটের পরিচালক আশিফ মাহমুদ, সুহৃদ সমাবেশের সহ সভাপতি খোকন মাহমুদ, সাধারণ সম্পাদক সেলিনা বিলকিস ও সাংগঠনিক সম্পাদক নাসির খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।
কর্মশালায় প্রশিক্ষণ দেন সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, সাংবাদিক আশিফ মাহমুদ ও তরুণ লেখক নাসির খান।