রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাহিরচর গ্রামের এক স্কুলছাত্রী নিখোঁজের ১১ দিন পর শুক্রবার কালুখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই ছাত্রীর বাবা ও মা জানান, তার মেয়ে বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের এস,এস,সি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গত মঙ্গলবার দুপুরে বাড়ী থেকে বের হয়ে বাউনী গ্রামের এক প্রাইভেট শিক্ষকের বাড়ীতে প্রাইভেট পড়ার জন্য বাড়ী থেকে বের হয়। আর বাড়ীতে ফিরে না আসায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে পাশের বাড়ীর কিয়ামুদ্দিনের ছেলে দুই সন্তানের জনক আঃ সাত্তার ও নিখোঁজ রয়েছে। তবে তার মেয়েকে অপহরণ করা হয়েছে না প্রেমের সম্পর্কের জের ধরে উধাও হয়েছে সঠিক ভাবে বলতে পারছেন না।
আঃ সাত্তারের স্ত্রী জানান, তার ছেলে নিখোঁজ রয়েছে। এখন শুনতে পাচ্ছি ওই পাশের বাড়ীর মেয়েকে নিয়ে গেছে। আত্মীয় স্বজন বাড়ীতে খোঁজ নিলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বালিয়াকান্দি থানার এসআই কায়সার হামিদ জানান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে শুক্রবার সন্ধ্যায় কালুখালী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।