রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকসহ চার তরুণকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে রঞ্জু মন্ডল (২৪), উজানচর ইউনিয়নের নতুন পাড়ার মেঘা মোল্যার ছেলে লিটন মোল্যা ওরফে মেঘা লিটন (২৫), দৌলতদিয়া ঘাট এলাকার সোহরাব সরদারের ছেলে আবুল হোসেন সরদার (২৯) ও বাহির চর দৌলতদিয়ার জালাল পত্তনদারের ছেলে বিল্লাল পত্তনদার (২৫)। তাদের কাছ থেকে ১৪০টি ইয়াবাবড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ রাজবাড়ীবিডি জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক ব্যবসায়ী। তাদেরকে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তারের পর গতকাল শনিবার দুপুরের দিকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।