মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সুন্দর সুষ্ঠ ভাবে পালিত হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অস্থায়ী ভাবে ২৬৪টি টিকাদান কেন্দ্র, স্থায়ী ১টি, ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র ২টি, অতিরিক্ত ১০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬-১১ মাস শিশুর সংখ্যা ৩০০০ জন, ১২-৫৯ মাস শিশুর সংখ্যা ২৪০০০ জন রয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিক্ষকসহ ৫৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। এ কর্মসূচীতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিত হয়নি পাংশা উপজেলার কোথাও।