মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি শুক্রবার রাতে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমান আলী মাষ্টারকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
এসময় তার শারীরিক অবস্থার খোজ খবর নেন একই সাথে তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাদশাসহ ইউনিয়ন আ.লীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
সম্প্রতি বাহাদুরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমান আলী মাষ্টার অসুস্থ হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে পরিবার।