“নাটক জীবনের কথা বলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে দুইদিন ব্যপী শিশু নাট্য উৎসব।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পল্লী সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় নাট্য সংগঠন মঙ্গলনাটের সহযোগিতায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে দুই ব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক শিল্পি মনসুর উল করিম।
প্রথম দিনে রাজবাড়ীর নাট্য সংগঠন দিব্য নাট্যকলা একাডেমীর উদ্যোগে ৭১ আমার অহংকার এবং ফরিদপুর জেলার শহীদ মুক্তি নাট্যকলা একাডেমীর উদ্যোগে নাটক প্রতিবাদ মঞ্চস্থ্য করা হয়।
দ্বিতীয় দিন রবিবার বিকেলে রাজবাড়ীর স্বদেশ নাট্যঙ্গনের উদ্যোগে সুপথের সন্ধানে এবং মাগুরার থিয়েটার ইউনিটের উদ্যোগে অলটিং চর্ট নাটক মঞ্চস্থ হবে।