প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীতে অষ্টম শ্রেণীর আদিবাসী ছাত্রী (১৪) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার রাজবাড়ী থানায় দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলো, নারায়নগঞ্জ জেলার দাপাইদ্রাকপুর (উত্তর পূর্ব অংশ আকবর মুন্সি’র বাড়ী) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রিয়েল (২৭) ও পিয়েল (৩০)।
ওই ছাত্রীর বাবা বলেন, সাম্প্রতিক সময়ে তার মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় রিয়েল নামের ওই যুবকের। পরিচয়ের সূত্র ধরে রিয়েল তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। তার মেয়ে ওই প্রস্তাব প্রত্যখ্যান করে। এতে রিয়েল ক্ষিপ্ত হয় এবং তার মেয়ের ক্ষতি করতে উঠে পরে লাগে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকালে তার মেয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। তবে কিছু দুর পৌছতেই একদল দূর্বৃত্ত তার গতিরোধ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ২/৩জন আসামির সহযোগীতায় জোরপূর্বক মেয়েকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এরপর থেকে নানা স্থানে খোঁজাখুজি করেও তারা মেয়েকে উদ্ধার করতে পারেননি। যে কারণে থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই এনসের আলী জানান, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেই সাথে মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।