রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গড়াই নদীতে নাব্যতা সংকটের কারণে খেয়া পারাপার করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রবিবার দুপুরে সরেজমিন উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গড়াই নদীর খেয়াঘাটে গিয়ে দেখা যায়, গড়াই নদীর নাব্যতা সংকটের কারণে বিশাল চর জেগে উঠেছে। সোনাকান্দর খেয়াঘাটে পারাপারকারী নৌকা মাঝ নদীতে গিয়ে চরে আটকে যাচ্ছে। ফলে খেয়া পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সোনাকান্দর খেয়াঘাটের ইজারাদারের প্রতিনিধি নজরুল ইসলাম খান জানান, গড়াই নদীর পানি কমে যাওয়ার ফলে ও নদীতে চর জেগে উঠার কারণে খেয়া পারাপার করতে গিয়ে ডুবো চরে আটকে চরম ভোগান্তির শিকার হতে হয়। বালু কেটে নৌকা চলাচলের উপযোগী না করতে পারলে পারাপার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।