মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শনিবার রাতে নবগঠিত কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম (সুমন) ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর রুকু তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নিষ্ঠার সাথে দলীয় কর্মকান্ড পালনের জন্য আহ্বান জানান। এ সময় পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ, কালুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।