সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার থেকে শনিবার রাতে মোবাইলের মাধ্যমে বিকাশে প্রতারনাকারী চক্র ওয়েলকামপার্টির সদস্য গোলাম রাব্বানীকে (৪৫) স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রামদিয়া গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে। এসময় তার এক সহযোগি পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার এসআই মেজবাহ উদ্দিন আহম্মেদ শেখ জানান, একটি চক্র দীর্ঘদিন যাবৎ এলাকায় মোবাইলের মাধ্যমে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। ওয়েলকামপার্টির সদস্য ফরিদপুর জেলার মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামের মৃত ধ্রব জ্যোতি চৌধুরীর ছেলে বিনয় কুমার চৌধুরী শনিবার জামালপুর বাজারের মাহমুদুল হাসানের বিকাশ নম্বর প্রদান করে মোবাইলে প্রতারনা করে ২ হাজার টাকা আনে। ওই লোকটি প্রতারনার বিষয়টি টের পেয়ে বিকাশের এজেন্টকে ফোন করে টাকা উত্তোলনকারীকে আটকের অনুরোধ করে।
শনিবার সন্ধ্যা রাতে বিনয় কুমার চৌধুরী ও তার সহযোগি গোলাম রব্বানী মিয়া এসে টাকা উত্তোলনের চেষ্টা করে। এসময় বিকাশের এজেন্ট স্থানীয় লোকজনের সহযোগিতায় গোলাম রব্বানী মিয়াকে আটক করলেও বিনয় কুমার চৌধুরী মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে গোলাম রব্বানীকে বালিয়াকান্দি থানা পুলিশে সোপর্দ করে। রবিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।