রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি ঘোষবাড়ির হাতেম মোল্যার ছেলে বাবু মোল্যা (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বিশ^াস বাড়ির মোহাম্মদ আলীর ছেলে সজিব হোসেন (২৫), দৌলতদিয়ার ক্যানালঘাট এলাকার আজাদ শেখের ছেলে ছাইদুল শেখ (৩৫), পাবনার সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের চাঁদ আলীর ছেলে মাসুদ শেখ (২৮) ও হোসেন প্রামানিকের ছেলে আরজু প্রামানিক (৩৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা একে আজাদ রাজবাড়ীবিকে জানান, পৃথকভাবে অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রোববার দুপুরের দিকে তাদের রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়।