রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলায় চলমান র্যাফেল ড্র শনিবার রাতে বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। এর আগে গত ১৭ ডিসেম্বর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বিজয় মেলার উদ্বোধন করেন।
মেলার আয়োজন কমিটি জানায়, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত গান, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়। এছাড়া গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে নাগর দোলা ও বিভিন্ন স্টলে গ্রামীণ সামগ্রীসহ প্রতিদিন দৈনিক আনন্দ র্যাফেল ড্র অনুষ্ঠান। র্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন মোটর সাইকেল, স্বর্ণের হাড়সহ নানা ধরনের পুরস্কার সামগ্রী রাখা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা একে আজাদ রোববার সকালে রাজবাড়ীবিডিকে জানান, বিজয় মেলা উদ্বোধনের একদিন পর থেকে জেলা প্রশাসনের অনুমোতি ছাড়া বিজয় মেলার নামে অবৈধভাবে দৈনিক আনন্দ র্যাফেল ড্র পরিচালনা করে আসছিল। উচ্চ মহলের নির্দেশে র্যাফেল ড্র বন্ধ করতে বলা হয়েছে। তবে মেলা শান্তিপূর্ন ভাবে চলার ব্যাপারে সহযোগিতা করা হবে।
বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক মোকছেদ আলী বিশ্বাস বলেন, পুলিশ শনিবার র্যাফেল ড্র বন্ধ করে দিলেও যাথারীতি বিজয় মেলা চলবে।