মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির রায়নগর স্লুইজগেট বাজার কমিটির পক্ষ থেকে সোমবার বিকালে বাজার কমিটির সভাপতি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাবকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন বাজার কর্তৃপক্ষ।
এসময় গরু হাটের ইজারাদার বাবুপাড়া ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজার এলাকা ঘুরে দেখা যায় সপ্তাহের এই দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু ক্রয়-বিক্রয়ের জন্য এই হাটে নিয়মিত আসছেন।
ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী এ বাজারটি আরো ২-৩টি বাজার সুষ্ঠভাবে পরিচালনা করে আসছেন বলে জানা গেছে। এলাকাবাসী জানান, রায়নগর স্লুইজগেট গরুর হাটটি জমে উঠেছে।
চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন এখানে দলমত নির্বিশেষে বাজার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাব। ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোন প্রকার সমস্যা হলে তাৎক্ষণিক আমাকে অবগত করবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।