সোহেল রানা /আজমল হোসেন ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে মঙ্গলবার বিকালে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে ৩৬০টি পরিবারে বিদ্যুত সঞ্চালন লাইনের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বারমল্লিকা ঈদগাহ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্যা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনু, সাধারন সম্পাদক ফারুক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আহম্মদ আলী মাষ্টার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন না করে ভালোবাসার রাজনীতি করে বিদেশে অর্থ পাচার করে রেকর্ড সৃষ্টি করেছে। মানুষ সারের জন্য লাইনে দাড়িয়ে গুলি খেয়েছে। বিদ্যুতের খুটি বানিয়ে অর্থ হাতিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য রাজনীতি করেন। ১০ টাকা কেজি চাউল দিয়েছে, সারের জন্য লাইনে দাড়ানো লাগে না, রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদরাসার উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। বছরের পহেলা দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে, এদেশে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিচ্ছে। বৃহত্তর ফরিদপুর সহ সারা দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। উন্নয়ন আর শান্তিতে বসবাসের জন্য আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে।