রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চলছে খুড়িয়ে খুড়িয়ে। প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভ্যাটেরিনারী সার্জনের পদ দীর্ঘদিন শুন্য থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগন।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুল ইসলাম পদোন্নতি জনীত বদলী ও ভ্যাটেরিনারী সার্জন ডা. খায়ের উদ্দিন আহম্মেদের বদলী জনীত কারণে পদ দুটি শুন্য হয়ে পড়ে। তবে কাউকে পদায়ন না করেই পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুল কালাম আজাদকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। সপ্তাহে ২-৩দিন এসে অফিসিয়াল কাজ করতেই ব্যস্ত থাকতে হয়। এতে প্রতিদিনই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সেবা নিতে আসা গ্রামাঞ্চলের সাধারন মানুষের পশু কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
প্রাণিসম্পদ দপ্তরের সকল কার্যক্রম করতে দেখা যায় সহকারীদের। কোন ডাক্তার না থাকার কারণে এলাকার পোল্ট্রি খামার, গো-খামার, কয়েল খামার, লেয়ার খামার মালিক ও জনসাধারনকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সময় মতো তাদের সেবা পাচ্ছে না। অনেক সময় চিকিৎসকের অভাবে গরু-ছাগল মারা যাচ্ছে।