মাসুদ রেজা শিশির ॥
হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামী পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা সরকারী হাসপাতালে।
জানা যায়, উপজেলার কলিমহর ইউপির বসাকুষ্টিয়া গ্রামের উজ্জল মন্ডলের স্ত্রী সিমা খাতুন (২০) পারিবারিক দ্বন্দের জের ধরে বিষপান করলে স্বামীসহ পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার কিছুক্ষনপর চিকিৎসাধীন অস্থায় সিমা খাতুনের মৃত্যু হয়।
এসময় হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে সংবাদ দিলে কৌশলে স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায় স্বামী উজ্জল মন্ডল ও তার পরিবারের লোকজন। উজ্জল মন্ডল বসাকুষ্ঠিয়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
পাংশা থানার উপ পরিদর্শনক এস আই মোঃ রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সাথে কাউকে না পেয়ে প্রথমে লাশ থানায় নিয়ে আসা হয়।
বুধবার লাশের ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্তু ওই পরিবারের কোন লোক থানায় আসেনি। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করার জন্য বিভিন্ন ভাবে অর্থনৈতিক লেনদেনের কথা শোনা যাচ্ছে।
নিহত সিমার পরিবারের লোকজনের অভিযোগ করেন, পরিকল্পিত ভাবে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। প্রায় ২ বছর আগে প্রেমের সুত্র ধরে একই এলাকার উজ্জল মন্ডলের সাথে সিমার বিয়ে হয়েছিল।
এ রিপোর্ট লেখাকালীন এখন থানায় কোন মামলা হয়নি বলে জানাগেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে সিমার মৃত্যুর সংবাদে তার স্বামীর বাড়ীর লোকজন সকলেই গা ঢাকা দিয়েছে।