রাজবাড়ীতে বুধবার বিকেলে দুর্বৃত্তের হামলায় দুই চিকিৎসকসহ ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে ক্রিকেট খেলতে গিয়ে তার এ হামলার শিকার হন।
হামলায় আহতরা হলেন রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসান আলী ও ডা. সুশীল কুমার রায়সহ অন্তত ৬জন ওষুধ কোম্পানীর প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, বুধবার বিকেলে শহীদ খুশি রেলওয়ে ময়দানে চিকিৎসক বনাম ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের সংগঠন ফারিয়া’র মধ্যে ক্রিকেট প্রীতিম্যাচ খেলা চলছিল। এসময় স্থানীয় ৭/৮ জনের একদল দুর্বৃত্ত তাদের উপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তাদেরকে বেধরক মারপিট করে। মারপিটের শিকার হয়ে ডা. হাসান আলীর একটি হাত ভেঙে যায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।