দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করাসহ ক্ষমতার দাপট দেখানোর পর বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে এক নৌ-বাহিনীর সদস্যর নেতৃত্বে হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে।
আহতদের মধ্যে সোনাকান্দর গ্রামের হাজী আদেল উদ্দিন খানের ছেলে মোঃ হিরু খান (৪২), হাবিবুর রহমান খান (৪০) ও বাড়ীতে বেড়াতে আসা জামাই পাংশার বড়খোলা গ্রামের মোতালেব জোয়াদ্দারের ছেলে আজিজুল জোয়াদ্দার (৩৮) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোঃ হিরু খান জানান, জমির সীমানা বিরোধ কে কেন্দ্র করে ২দিন ধরে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা সীমানা নির্ধারন করেন। বৃহস্পতিবার সকালে সোনাকান্দর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নৌ-বাহিনীর সদস্য হুমায়ন কবিরের নেতৃত্বে হোসেন আলীর ছেলে রউফ, ওয়াজেদ, রব, রওশন, সৈয়দ আলীর ছেলে দুলালসহ ২০-৩০জন দৈশীয় অস্ত্রসহসস্ত্র নিয়ে সীমানা পিলার উঠিয়ে ফেলতে আসে। সীমানা পিলার উঠানোয় বাধা দেওয়ায় হুমায়ন কবির তার কোমর থেকে পিস্তল বের করে মাথায় ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়। তার নির্দেশে অন্যান্যে লোকজন মারপিট করে রক্তাক্ত জখম করে সীমানা পিলার তুলে নিয়ে যায়।
ইতিপুর্বে সে জোড়পুর্বক ওই জমি থেকে গাছও কেটে নিয়ে যায়। এ হুমায়ন কবির নৌ-বাহিনীর সদস্য পদে চাকুরী করলেও প্রায়ই ছুটিতে এসে আওয়ামীলীগের নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। হামলার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।