রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের লোকমান মেম্বারের বাড়ীর নিকট নারুয়া খালের উপর নির্মিত ৪০ ফুট দৈর্ঘ্যরে সেতু অতিবর্ষণে দু,পাশের মাটি সরে যাওয়ার ফলে জনসাধারনের কাজে আসছে।
জানাগেছে, ২০১৬-১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কম-বেশি ১৫মিটার দৈর্ঘ্যের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া লোকমান মেম্বারের বাড়ীর নিকট নারুয়া খালে ৪০ ফুট দৈর্ঘ্যের সেতু ৩২৫২৬৫৩ টাকা ব্যায়ে নির্মাণ করা হয়। নির্মাণ করা হলেও অতিবৃষ্টির ফলে সেতুর দু,পাশের সড়কের মাটি ধ্বসে গেছে। ফলে যাতাযাত করতে জনসাধারনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখাযায়, ব্রীজের দু,পাশের সড়কের মাটি ধ্বংসে গেছে। ফলে ব্রীজের উপর দিয়ে চলাচল করতে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোন ভ্যানও যাতাযাত করতে পারছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, ঠিকাদারকে দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।