রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাহাজদ্দিন মন্ডল ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও নাজিমউদ্দিন মন্ডল ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মেধাবী ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন অঙ্কে ৫০ হাজার টাকা বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, বিসিআই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাহাজদ্দিন মন্ডল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান মন্ডল, নাসিমুল হাসান, দিলরুবা রহমান, শওকত আলী মন্ডল, রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক আজু শিকদার, বার্তা সম্পাদক কুদ্দুসুল আলম প্রমুখ।