নতুন বছরে শুরুতেই সুখবর পেলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজী কেরামত আলী। ইতিমধ্যে তিনি শপথ গ্রহনের জন্য বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রন পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী রওশন আলী। তিনি বলেন, ‘এমপি সাহেবকে ফোন করা হয়েছিল। তিনি রাজবাড়ীতে ছিলেন, সকালে ঢাকা ফিরেছেন। আগামীকাল (সোমবার) শপথ নেবেন।’
একটি সূত্র জানিয়েছে, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে। এ খবরে এখন রাজবাড়ী সদর ও গোয়ালন্দে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য হিসেবে তিনিই প্রথম মন্ত্রী পরিষদে স্থান পেলেন। কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হওয়ায় রাজবাড়ীবিডি.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
এদিকে নারায়ণ চন্দ মন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে ডাক পেয়েছেন। সেখানে যেতে বলা হয়েছে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারকেও।
সোমবার (০১ জানুয়ারি) বিকেল চারটার দিকে নারায়ণ চন্দ্র চন্দ নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ঘণ্টা দুয়েক আগে মন্ত্রিপরিষদ সচিব আমাকে ফোন করেছিলেন। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বঙ্গভবনে যেতে বলেছেন।
গত ১৭ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা যাওয়ার পর থেকে তার পদটি শূন্য হয়। নারায়ণ চন্দ্র এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।