সোমবার সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। নতু বছরের বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎসবকে সফল করে তোলে।
উপজেলার জেএন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা শিক্ষা অফিসার আ. মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি পলাম মোল্লা, রফিকুল ইসলাম সালু প্রমুখ।
এরপর পৌর এলাকার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগদেন উপজেলা চেয়ারম্যান। এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার অথিতিদের স্বাগত জানান। একই সাথে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করে বই উৎসব পালন করা হয়।